February 18, 2019

নানী নাতির প্রেম নিয়ে এ কেমন সংঘর্ষ!

220

জাকিরুল ইসলাম,
সিরাজগঞ্জ থেকে:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা গ্রামে নানী-নাতির প্রেম সংক্রান্ত ঘটনায় এক সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হামিদুল ও মাছুমের অবস্থা আশংকাজনক। জানাগেছে, উক্ত গ্রামের শামছুল আলমের ছেলে হামিদুল ইসলামের  (২৪) সাথে ৬২ বছর বয়সী নানী সম্পর্কের প্রতিবেশির প্রেম সাগরে মন দেওয়া নেওয়া চলছিল দীর্ঘ দিন ধরে। সোমবার ভোর রাতে নাতি হামিদুল ওই নানীর বাড়িতে প্রবেশের সময় স্থানীয় লোকজন তাকে হাতে নাতে ধরে ফেলে।

এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে হামিদুলকে প্রতিপক্ষের লোকজন ছিনিয়ে নিয়ে যায় এবং ঘটনার রাতেই তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও মেডিনোভা হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে বেলকুচি থারার ওসি আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts