April 22, 2019

নাজিরবাজারে সড়ক দূর্ঘটনায় বিশ্বনাথের যুবক নিহত

 

IMG_20180701_141019বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেট-ঢাকা মহাসড়কের নাজির বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় সামছুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ছালিয়া লহরী গ্রামের আসিক আলীর পুত্র। রোববার (১জুলাই) সকাল সাড়ে ১১টায় সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর ও নাজির বাজারের মধ্যবর্তি কুতুবপুর নামক স্থানে এঘটনাটি ঘটে।
জানা গেছে, দুই সন্তানের জনক নিহত সামছুল ইসলাম রোববার সকাল ১১টায় ২০ মিনিটে নাজির বাজার থেকে মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেটে রশিপুরে তার এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তিনি কুতুবপুর নামক স্থানে পৌঁছামাত্র সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি এনা বাস (ঢাকা মেট্রো জ- ৩০১১) সামছুল ইসলামকে চাপা দিয়ে মাটিতে ফেলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

Related posts