November 21, 2018

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা !

বান্দরবানঃ  চট্রগ্রাম বিভাগের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারির উপরশাখ পাড়ায় উ গাইন্দ্যা (৭০)নামে এক বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকালে বিহারে তার লাশ পাওয়া গেছে।

শুক্রবার রাতে উপজেলার উপর চাকপাড়া বৌদ্ধ বিহারে এই হত্যাকান্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে বিহারের পাশে একটি মেডিটেশন কেন্দ্রে বসে ধ্যান করছিলেন মং শৈ উ।

এ সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। সকালে খাবার দিতে গিয়ে জনাচাক নামের স্থানীয় এক ব্যক্তি মং শৈ উ’র লাশ দেখে থানায় খবর দেন।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/১৪ মে ২০১৬

Related posts