নরসিংদী সদর উপজেলায় তিন শিশুকে গলা টিপে হত্যা করা হয়েছে। তারা আপন ভাই-বোন।
আজ বুধবার সকালে আলোকবাড়ি গ্রামের পূর্বপাড়া থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তারা তাদের বড় ভাইয়ের হাতে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহতরা হলো ওই গ্রামের আবু কালাম মিয়ার ছেলে ইয়াসিন (১০), মেয়ে মরিয়ম (৮) ও মার্জিয়া (৬)।
আটক বড় ভাইয়ের নাম রুবেল মিয়া (২২)।
সদর মডেল থানার এসআই মোজাব্বের হোসেন সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের জেরে বড় ভাই রুবেল তার ছোট এক ভাই ও দুই বোনকে গলা টিপে হত্যা করে বলে প্রতিবেশীরা জানিয়েছে। এছাড়া আতিকুর রহমান নামে এক ভাই তাকে বাধা দিতে গেলে রুবেল তাকে ছুরিকাঘাত করে।
পরে এলাকার লোকজন রুবেলকে আটক করে পুলিশে দেয় বলে জানান এসআই।
তিনি বলেন, পুলিশ ঘটনা তদন্ত করে প্রকৃত চিত্র উদঘাটনের জন্য কাজ শুরু করেছে।
নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।