January 17, 2019

নতুন হলিউড ছবিতে প্রিয়াঙ্কা

fবিনোদন ডেস্ক ::এখনো থামেনি ‘বেওয়াচ’ ছবির ঝড়। এরই মাঝে আরকটি সুখবর পেয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের আরো একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর খবরটা তাকে জানিয়েছেন ছবির প্রযোজক পল বারনন নিজেই। এক টুইটার বার্তায় পল নিশ্চিত করেছেন, তার পরের ছবিতে থাকছেন বলিউড কন্যা প্রিয়াঙ্কা। তার সাথে অভিনয় করবেন হলিউডের নামী কয়েকজন তারকা। তাদের মধ্যে আছেন জিম পারসনস আর অক্টভিয়া স্পেন্সারও।
তবে ছবিটির এখনো নাম ঠিক করা হয়নি। এই গ্রীষ্মেই নিউ ইয়র্ক থেকে শুরু হচ্ছে ছবিটির শুটিং। ড্যানিয়েল পার্লের ‘এ কিড লাইক জ্যাক’ অবলম্বনে তৈরি হবে ছবিটি।

Related posts