April 19, 2019

নতুন বছরের প্রথম দিনেই শুটিংয়ে অমৃতা!

নতুন বছরের প্রথম দিন থেকেই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অমৃতা খান। ‘ময়না পাখির সংসার’ শিরোনামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা।

সিনেমাটি পরিচালনা করছেন রায়হান মুজিদ। নরসিংদীতে এর দৃশ্যধারণ চলছে। ময়না পাখির সংসার সিনেমায় অমৃতা অভিনয় করছেন সুপার হিরো খ্যাত রোজের বিপরীতে।

এতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, লীনা আহমেদ, সাগর প্রমুখ। আলী আকরাম শুভর সংগীত পরিচালনায় একটি গানে কণ্ঠ দিয়েছেন আতিক হাসান ও কোনাল।

যুগল নির্মাতা রয়েল-অনিক পরিচালিত ‘গেইম’ সিনেমার মাধ্যমে ২০১৫ সালের ২ জানুয়ারি বড় পর্দায় অভিষেক হয় অমৃতার। এরপর অমৃতা অভিনীত গুণ্ডা- দ্যা টেরোরিস্ট এবং পাগলা দিওয়ানা শিরোনামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে।

সম্প্রতি সাইফ চন্দনের ‘টার্গেট’ সিনেমায় অভিনয় শেষ করেছেন তিনি। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts