March 20, 2019

নতুন প্রযুক্তিঃ বুলেটপ্রুফ তরল বর্ম

414

আয়রন ম্যানের কথা মনে আছে? মুভিতে কোন বুলেট বা বোমা তার কোন ক্ষতি করতে পারে না। যুদ্ধক্ষেত্রগুলোতে একজন স্বশস্ত্র সৈনিকের জীবন রক্ষা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার তার বর্ম। গবেষকরা ২০১৮ এর মধ্যে এমন এক বর্ম তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে বর্ম একজন সৈনিককে সব ধরণের আঘাত থেকে সুরক্ষা দেবে।

এই সুরক্ষা বর্মটিতে এমন একটি ডিভাইস থাকবে যেখানে থাকবে স্পেশাল অপারেশনস কমান্ড(সোকোম) এবং ভবিষ্যতের এই পোশাকটি তৈরি হবে ২০১৮ সালের মধ্যে। ২০১৩ সালে এই খাতে সবচেয়ে উপযোগী বর্মটিতে ব্যবহার করা হয়েছিল ট্যাকটিক্যাল অ্যাসাল্ট লাইট অপারেটর স্যুট (টেলস) প্রযুক্তি। বর্তমানের এই স্যুটটিতে ব্যবহার করা হবে তরল শরীর বর্ম প্রযুক্তি যা মাত্র মিলি সেকেন্ডের ব্যবধানে শক্তিশালি পদার্থে পরিণত হবে।

কোন চুম্বক খাত বা বৈদ্যুতিক শক্তির প্রভাবে এই তরল বর্ম মুহূর্তেই বুলেট থেকে সুরক্ষা প্রদান করবে।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজ শহরে অবস্থিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এক দল গবেষক নতুন এই প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts