February 20, 2019

নতুন দেশে বাড়ি খুঁজছেন প্রিয়াঙ্কা!!!!

View post on imgur.com

একবার শুটিংয়ের
জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন
তো আরেকবার পুরস্কার নিতে
আসছেন ভারতে। এভাবেই আজ এক
দেশ তো কাল আরেক দেশে
থাকতে হচ্ছে প্রিয়াঙ্কাকে। সম্প্রতি
পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রিয়াঙ্কা
চোপড়া ঘুরে এসেছেন
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে,
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার
নৈশভোজের দাওয়াতে। কানাডায়
‘কোয়ান্টিকো’ সিরিয়ালের শুটিং শেষ
করে এখন হলিউডের ছবি ‘বেওয়াচ’-
এর শুটিং করতে মিয়ামিতে আছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নতুন বাড়ি
খুঁজছেন এখন এই তারকা।
এত দিন একটি বাংলোবাড়িতে দুই
হলিউডের সহশিল্পী জ্যাজ মার্সি ও
জোহানা ব্র্যাড্ডির সঙ্গে ভাগাভাগি
করে ছিলেন। কিন্তু এভাবে আর
ভালো লাগছে না প্রিয়াঙ্কার। টাইম
পত্রিকার বিচারে বছরের অন্যতম
ক্ষমতাধর ব্যক্তি প্রিয়াঙ্কা এখন
নিউইয়র্কে নতুন বাড়ির খোঁজ
চালাচ্ছেন।
হলিউডে যেভাবে তাঁর কাজের ব্যাপ্তি
বাড়ছে, কে জানে হয়তো অদূর
ভবিষ্যতে ওখানেই থিতু হতে পারেন
এ অভিনেত্রী। পিংক ভিলা।

Related posts