November 21, 2018

নতুন চমক নিয়ে আসছে ‘অ্যাভাটার ২’

অ্যাভাটার ২

২০০৯ সালে মুক্তি পাওয়ার পর বিশ্বব্যাপী ঝড় তুলেছিল প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। অ্যানিমেশন ছবির পুরনো ধারণা সব ওলট-পালট করে দিয়েছিল ছবিটি। বিশ্বের কোটি কোটি দর্শক অপেক্ষায় রয়েছেন ছবিটির সিক্যুয়েলের জন্য। অবশেষে জানা গেল দুনিয়া কাঁপানো এই সিনেমার সিক্যুয়ালের খবর। জানা গেছে, ২০১৮ সালে রিলিজ হতে যাচ্ছে অ্যাভাটার ২। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ এবং উত্তেজনার পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে। এরই মধ্যে জেমস ক্যামেরনের একটি বিবৃতি সেই উৎসাহ আর উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি ক্যামেরন জানিয়েছেন, ‘অ্যাভাটার ২’ ছবিতে ব্যবহৃত টেকনোলজিকে তিনি এমন মাত্রায় নিয়ে যেতে চলেছেন যে, থ্রি-ডি চশমা ছাড়াই এই থ্রি-ডি ছবিটি দেখার অভিজ্ঞতা হবে দর্শকদের! সাম্প্রতিক বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এটার জন্য প্রাণ দিয়ে চেষ্টা করব আমি। তার জন্য আরও অনেক উন্নত প্রজেকশন চাই। গ্লাস ছাড়াও যে থ্রি-ডি চাক্ষুষ করা সম্ভব, সেটা দেখিয়ে দিতে চাই আমি।

Related posts