December 15, 2018

নকল স্তন নিয়ে আবারও আলচনায় অমিতাভের নাতনি!

সে বলিউডের কোনও সেলিব্রিটি নয়। তবু বি-টাউনের খবরে বার বার উঠে আসে তার নাম। সে আর কেউ নয়, বিগ বি-র নাতনি নভ্যা নভেলি নন্দা। সে এখনও টিনএজার। কিন্তু তাতে কী!

বলিউডে বিনোদন মিডিয়ায় তার নামই যথেষ্ট। ফের বি-টাউনের খবরের শিরোনামে আমিতাভের নাতনি নভ্যা নভেলি নন্দার নাম। বান্ধবীদের সঙ্গে মজা করে একটা ছবি তুলল আর সেটাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

নভ্যার যে ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই ফেলেছে, সে ছবিতে তার সঙ্গে রয়েছে তার আরও দুই বান্ধবী। ওই দু’জনের এক জনের হাতে ধরা রয়েছে ‘নকল বুব্‌স’। এই নকল স্তন হাতে নিয়েই নানা ভঙ্গিতে ছবি তুলেছে তিন বন্ধু। একেবারে ‘লুজ কন্ট্রোল’ টাইপের ছবি। এই টিনেজ পার্টির ক্রেজি ছবি পোস্ট হতেই তাই হয়তো কিছুটা বেসামাল হয়েছে বলিউডের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৬ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts