February 23, 2019

ধোনির রেকর্ড ভাঙলেন ডি কক

3মাত্র চার বছর সময় নিয়েছেন। আর এতেই উইকেটকিপার হিসেবে ওয়ানডেতে দ্রুততম তিন হাজার রান করার রেকর্ড করলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কুইন্টন ডি কক। এর আগে ভারতের উইকেটকিপার এবং সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৯০ ম্যাচে দ্রুততম তিন হাজার রান করে রেকর্ড করেছিলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলেন ১০৯ রানের ইনিংস। এর ফলেই তার রান তিন হাজার অতিক্রম করে। মাত্র ২৪ বছর বয়সে এমন রেকর্ড করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কক।

২১ বছর বয়সে যখন আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পন করে টানা তিনটি ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন তখনই সবাই তার হালচাল বুঝতে পেরেছিল। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রথম দিকে ৬-৭ এ ব্যাটিংয়ে নামলেও ধীরে ধীরে নিজে যোগ্যতা প্রমাণ করেই ওপেনিংয়ে নিজেকে পাকাপোক্ত করে ফেলেন ডি কক।

উইকেটকিপার হিসেবে ওয়ানডেতে দ্রুততম তিন হাজার রান করলেও সবমিলিয়ে তিনি রয়েছেন অষ্টম স্থানে। তার ওপেনিংয়ের সঙ্গী হাশিম আমলা মাত্র ৫৭ ম্যাচে তিন হাজার রান করে রয়েছেন সবার উপরে। বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন ৭৫ ম্যাচ খেলে তিন হাজার রান করে রয়েছেন তালিকার সপ্তম স্থানে।

Related posts