April 18, 2019

ধামইরহাটে অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষনা

hনওগাঁর ধামইরহাটে অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষনা করেছে ধামইরহাট উপজেলা প্রশাসন।

গতকাল বুধবার ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া অবৈধ যানবাহন চলাচল বন্ধ ঘোষনা করে পুরো উপজেলায় জনস্বার্থে মাইকিং করেন।

পরে বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এইচ এম মাগফুরুল হাসান ও ইউএনও’র যৌথ অভিযানে বেশ কয়েকটি অবৈধ যানবাহন আটক করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এইচ এম মাগফুরুল হাসান বলেন, এসব গাড়ী যতদ্রুত গতিতে চলে, তত দ্রুত তা নিয়ন্ত্রন হয়না বলেই দূর্ঘটনার সম্ভাবনা বেশি। এসব ঘটনার পূনরাবৃত্তি যেন না ঘটে সে লক্ষ্যে এ কার্যক্রম প্রশাসন অব্যাহত রাখবে।

উল্লেখ্য গতকাল সড়ক দুর্ঘটনায় ধামইরহাট উপজেলায় সেনা সদস্যসহ দুইজন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ঘটে।

Related posts