November 17, 2018

ধর্মশালায় নারী ভক্তদের খপ্পরে মাশরাফি

আর কখনোই হিমাচল প্রদেশে আসা হবে না মাশরাফির। ধর্মশালার এইচপিসিএতে টস করতে নামতেও পারবেন না বাংলাদেশ এর ক্যাপ্টেন হিসেবে।

সেটি বুঝতে পেরেই ম্যাচ শেষে ম্যাশকে ঘিরে ধরলো তার ধর্মশালার ভক্তকুল। অটোগ্রাফ আর ফটোগ্রাফের আবদার মেটাতে মেটাতে অধিনায়কের তখন অস্থির অবস্থা।

ঘড়ির কাঁটায় তখন ১টা ছুঁই ছুঁই। পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে এসে এমন নারী ভক্তদের খপ্পরেই পড়েছিলেন

Related posts