April 22, 2019

দ্বীপ জেলা ভোলার লালমোহনে উদ্বোধন হয়েছে ডিজিটাল পার্ক।

মোঃ ফরিদ মাহমুদ (জাকির)  ভোলা থেকে:-

বাংলাদেশে এই প্রথম তথ্য প্রযুক্তি সম্বলিত সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক, বৃহস্পতিবার ১৬ই মার্চ ভোলা লালমোহনের শাহবাজপুর কলজ মাঠে উদ্বোধন হয়েছেন, উদ্বোধনীয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চীফ হুইপ আ.স.ম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বন ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সহ ২০ জন সংসদ সদস্য। সভাপতিত্ব করেন নূরুন্নবী চৌধুরী শাওন এমপি|

এই ডিজিটাল পার্ক সম্পর্কে জানতে চাইলে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, এই ডিজিটাল পার্কটি আমার স্বপ্ন ছিলো,এখন এটি বাস্তব। বহু প্রতিক্ষার পর আমাদের স্বপ্ন পূরন হয়েছে, যাত্রা শুরু হয়েছে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের, পার্কটিতে রয়েছে সর্ববৃহৎ ডিজিটাল এলইডি টিভি ৪০বাই৩০ ফুট, যার মাধ্যমে খেলাধুলা সহ বিভিন্ন জনসচেতন মূলক অনুষ্ঠান দেখানো হবে, আরো রয়েছে ফ্রি ওয়াইফাই, বিশাল ফুয়ারা, বিশাল নৌকার অালোক প্রতিকৃতি, ইলেক্টিক নাগর দোলা, ট্রেন দোলনা, সহ মনোমুগ্ধকর নানা সব সামগ্রী, যা কিনা বিনোদন প্রিয় মানুষের জন্য অান্দের মাধ্যম।

উদ্বোধনীয় অনুষ্ঠান শেষে সন্ধ্যয় জমকালো মনোমুগ্ধকর সংস্কৃতিক আনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এতে মঞ্চ মাতান আগত শিল্পী বৃন্দ।

Related posts