April 21, 2019

দেয়ালে প্রস্রাব করলেই ভিজিয়ে দেবে গা!

অফিস বা বাড়ির পাঁচিলে আমরা অনেক সময় একটা লেখা দেখতে পাই ‘এখানে প্রস্রাব করিবেন না’। লেখাটা বেশিরভাগ ক্ষেত্রে কার্যকর হয় না। দেখা যায়, লেখার গা ঘেঁষেই অনেকে ‘শুভ কর্ম’টি করে যাচ্ছেন। লন্ডনের মতো জায়গাতেও এ ধরনের কাজ করে থাকেন অনেকে। এই কাজ আটকাতে এক অভিনব ব্যবস্থা আনা হয়েছে সেখানে।

এক ধরনের বিশেষ রং লাগিয়ে দেয়া হচ্ছে পাঁচিলে। এই রঙের বিশেষত্ব হলো, কেউ যদি দেয়ালে তরল পদার্থ ছুড়ে ফেলেন, সঙ্গে সঙ্গে তা ছিটকে এসে ওই ব্যক্তির গা ভিজিয়ে দেবে। রংটি তরল পদার্থের বিরুদ্ধে এক ধরনের বাধার সৃষ্টি করে। যার ফলে তরল পদার্থ দেয়ালের গা বেয়ে না পড়ে উল্টো দিকেই ছিটকে চলে আসে। ফলে কেউ যদি পাঁচিলের গায়ে প্রস্রাব করতে যান, ওই রঙই বাধা হয়ে দাঁড়াবে। আর ভিজিয়ে দেবে ওই ব্যক্তিকে!

এই ‘চমৎকারী’ রঙটি প্রথম লন্ডনের হ্যাকনি কাউন্সিলের পাঁচিলে লাগানো হয়। হাতে হাতে ফলও পাওয়া গেছে। এক প্রশাসনিক আধিকারিকের কথায়, ‘এ ব্যবস্থায় যদি লোক একটু সতর্ক হন।’ খবর নতুনবার্তাডটকমের

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts