March 23, 2019

দেশের বাইরে আইপিএল-এ সমর্থন নেই কিং খানের!!


আইপিএল-এর সব ম্যাচ সরিয়ে নিতে বাধ্য হওয়ায় কর্তৃপক্ষ জানিয়েছিল পরের বছরও এমন হলে অন্য দেশে সরিয়ে নেওয়া হবে আইপিএল। যার বিরোধিতায় মুখ খুলেছিলেন প্রায় সকলেই। এবার সেই একই পথে হাঁটলেন স্বয়ং নাইট মালিক শাহরুখ খানও। তিনি জানিয়ে দিলেন দেশের বাইরে আইপিএল হওয়ার পক্ষপাতী নন তিনি। তিনি বলেন, ‘‘ব্যবসা ও সমর্থকের কথা ভাবলে দেখা যাবে ভারতেই সব থেকে মানুষ ক্রিকেট দেখে। যে কারে আইপিএল এখানেই হওয়া উচিত। এই টি২০ টুর্নামেন্ট এখানেই শুরু হয়েছিল এবং এতেও কোনও সন্দেহ নেই যে এই টুর্নামেন্ট এখানেই থাকা উচিত।’’
২০০৯ সালে নির্বাচনের জন্য পুরো টুর্নামেন্ট সরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এছাড়া ২০১৪তে আইপিএল-এর ১৫টি ম্যাচ খেলা হয়েছিল আমিরশাহীতে। বলিউড বাদশাহর মতে, ভারতই ক্রিকেট লিগের জন্য সেরা জায়গা। তিনি বলেন, ‘‘জায়গা বদলে গেলে আইপিএল ব্র্যান্ডের হয়ত কোনও সমস্যা হবে না। কিন্তু নিজের মাঠ নিজেরই হয়। যেমন ইডেন গার্ডেন একটাই। দক্ষিণ আফ্রিকা বা আবুধাবির মানুষরাও ভাল সমর্থক। কিন্তু আমরা নিজের সমর্থক ও নিজের মাঠকে মিস করেছি।’’

Related posts