September 25, 2018

দেবের নায়িকা হচ্ছেন সোহানা সাবা

ডেস্ক রিপোর্টঃ  বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সোহানা সাবা। ডিজিটাল মুভিজের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন কলকাতার বাসুদেব ও বাংলাদেশের মোস্তাফিজুর রহমান মানিক।

‘চোখের জল’ নামের এই ছবিতে সাবার বিপরীতে অভিনয় করবেন কলকাতার দেব। এর মধ্যে ছবির গল্প লেখা হয়েছে বলে জানান প্রযোজক।

সাবা বলেন, ‘শুরুতে জানতাম না আমার সঙ্গে দেব কাজ করতে যাচ্ছেন। এখন জেনে ভালো লাগছে। দেব কলকাতার সুপারস্টার। এই ছবির মাধ্যমে তার বাংলাদেশে অভিষেক ঘটবে। তা ছাড়া আমিও সম্পূর্ণ বাণিজ্যিক ধারার ছবিতে কাজ করতে যাচ্ছি। আমার বিশ্বাস ভালো কিছু হতে যাচ্ছে।’

দেবের শিডিউল পেলেই ছবির শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান পরিচালক বাসুদেব।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি ১৬ মে ২০১৬

Related posts