March 22, 2019

দূর্যোগে ক্ষতিগ্রস্থ দেড় হাজার অসহায়ের মাঝে চাল বিতরণ করলেন ডা. দীপু মনি

(1)এ কে আজাদ, চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুঃস্থদের মাঝে চাল বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়নের ৭শ’১২ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি। তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশে এখন আর কেউ না খেয়ে মরে না। যে কোন দূর্যোগসহ বড় ধরনের সংকট মোকাবেলায় শেখ হাসিনা সরকার জনগনের পাশে এসে দাঁড়াচ্ছে। এ সরকারের আমলে রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মন্দিরসহ নানা উন্নয়ন মূলক কাজ হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কারনে দেশে এ ব্যাপক উন্নয়ন সম্ভব হচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে পুনঃরায় শেখ হাসিনকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম পাটওয়ারী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জাকির পাটওয়ারীর পরিচালনায় জেলা আওয়ামীলীগের সদস্য আইয়ুব আালী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আজিজ খান বাদল, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটওয়ারী, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহিদা আক্তার, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর যুবলীগের আহŸায়ক মালেক শেখ, যুগ্ম আহŸায়ক সফিকুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক শিমুল হাসান শামনুসহ জেলা, সদর, ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কল্যানপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৭শ’২০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে চাল বিতরন করেন ডা. দীপু মনি এমপি।

Related posts