February 20, 2019

দাবদাহে কাহিল রমনার বাগানের পশু পক্ষীরাও!

সুপ্রকাশ চৌধুরী,বর্ধমানঃ  প্রখর দাবদাহে কাহিল বর্ধমানের রমনার বাগানের পশু পক্ষীরাও ।নাজেহাল বর্ধমানের মিনিজুর আবাসিকরা ।তবে কর্তৃপক্ষও বসে নেই । উত্তাপ থেকে পশুপাখীদের রক্ষা করতে বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছে ।

পশু চিকিৎসকদের পরার্মশ মত রমনার বাগানের ভাল্লুকের খাঁচার সামনে বসেছে হাইস্পিড ফ্যান।দুবেলা ঠাণ্ডা জলে স্নানের ব্যবস্থা করা হয়েছে ।পাখিদের জন্য নতুন করে খড়ের ছাউনী বা আচ্ছাদনের ব্যবস্থা হয়েছে ।

গরমে দৈনন্দিন খারাবের মেনুও বদলানো হয়েছে ।তরমুজ,পেঁপের পাশাপাশি ভাল্লুকদের জন্য রাখা হয়েছে ওয়ারেস জল ।

তবে গ্রীষ্মের প্রচণ্ড তাপেও রমনার বাগানের মিনি জুর বাসিন্দারা দিব্যি আছে ।দাবদাহেও ময়ূরী পেখম মেলে তাড়িয়ে,তাড়িয়ে ভরা গ্রীষ্ম উপভোগ করছে ।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/২৭ এপ্রিল ২০১৬

Related posts