March 20, 2019

তেঁতুলিয়া নদীতে সিমেন্ট বোঝাই কার্গো ডুবি!


ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনের সীমান্তবর্তী তেঁতুলিয়া নদীর পাতার চর এলাকায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে আকিজ কোম্পানীর ২ হাজার ৮০ ব্যাগ সিমেন্ট নিয়ে কার্গো এম ভি বাহাদুর পানিতে তলিয়ে গেছে।

বিলম্বে প্রাপ্ত তথ্যে জানাযায়,গত রবিবার সকাল ১০টার এ কার্গোটি বোরহানউদ্দিনের গঙ্গাপুর ইউনিয়নের পাতার চর এলাকার তেতুঁলিয়া নদীতে প্রবেশ করে এসময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে কার্গোটি উল্টে যায় বলে কার্গোর মাঝি সাইদ জানান ।

কার্গোর মাঝি জানায়,কার্গোতে ৩জন ষ্টাফ সকলে সামান্য আহত হলেও সকলে সুস্থ আছে । বোরহানউদ্দিনের আকিজ কোম্পানীর সিমেন্টের পরিবেশক মের্সাস হক এন্ড সন্স এর সত্ত্বাধিকারী মোঃ মাইনুল হক জানান, নারায়নগঞ্জ থেকে আকিজ কোম্পানীর পিসিসি সিমেন্ট ও ওপিসি সিমেন্টের ২হাজার ৮০বস্তা নিয়ে কার্গোটি রওয়ানা হয়।

কার্গোটি ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়ায় তার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া গত কয়েকদিনের অবিরাম বর্ষনে জেলার বিভিন্ন উপজেলার নিমা ল প্লাবিত হয়েছে।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts