February 20, 2019

তৃণমূলের নেতৃত্বে সিপিএমের মিছিলে হামলা, প্রতিবাদে থানা ঘেরাও!

সুপ্রকাশ চৌধুরী,বর্ধমানঃ  ভোটের ২ দিন আগেই বর্ধমানে সিপিএম তৃনমূল সংঘর্ষ। বর্ধমানে সিপিএমের মিছিলে হামলা ও সিপিএম প্রার্থীকে হেনস্থার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে। আজ সন্ধ্যায় বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের সাহাচেতন এলাকায় প্রচার মিছিল করে সিপিএম।

নির্বাচনকে সামনে রেখে ওই ওয়ার্ডে পথসভা ছিল তৃনমূলেরও। মিছিল শেষ করার পর সিপিএম দলীয় কর্মী-সমর্থকরা যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন স্থানীয় তৃণমূল কাউন্সিলর শাহাবুদ্দিন খানের নেতৃত্বে সিপিএম কর্মী-সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় ৫টি ট্যাবলো গাড়ি।হেনস্থা ও গালিগালাজ করা হয় সিপিএম প্রার্থী আইনুল হককে।

অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করেছে সিপিএম।জদিও সমস্ত  অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর শাহাবুদ্দিন খানের দাবি, হামলা চালিয়েছে সিপিএমই।পরে অভিযুক্ত শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে সিপিএম-কংগ্রেস।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৯ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts