November 21, 2018

তুরস্কে অভ্যুত্থানচেষ্টাঃ এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি

ইন্টারন্যাশনাল ডেস্কঃ তুরস্কে গত মাসের অভ্যুত্থানচেষ্টার তথ্য আগেভাগে কেন সংগ্রহ করা যায়নি, সে ব্যাপারে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানের কাছ থেকে এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

ইলদিরিম সিএনএন তুর্ক আঙ্কারাকে মঙ্গলবার বলেন, ‘অভ্যুত্থানচেষ্টার তথ্য আগে কেন জানা যায়নি সে প্রশ্ন আমি গোয়েন্দা সংস্থার প্রধানকে জিজ্ঞাসা করেছিলাম। কেন তিনি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে তথ্য জানাতে পারেননি, তা জানতে চেয়েছিলাম। কিন্তু কোনো জবাব পাইনি।’

গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদান তার পদে বহাল থাকতে পারবেন কি না এ প্রশ্নের জবাবে ইলদিরিম বলেন, এখন এটা অগ্রাধিকারপূর্ণ কোনো বিষয় নয়।

তিনি বলেন, আমাদের আরো অনেক কাজ রয়েছে।

অভ্যুত্থানচেষ্টার সময় হাকান কোথায় ছিলেন, তা এখনো স্পষ্ট নয়।

Related posts