November 16, 2018

তিন হাজার বার পৃথিবী প্রদক্ষিণ করেন টিম পিক

ঢাকাঃ  ছয় মাস পর পৃথিবীতে ফিরেছেন বৃটিশ মহাকাশচারী মেজর টিম পিক। ১৮৬ দিনের মিশন শেষে কাজাখস্থানের মাটিতে অবতরণ করেন তিনি।

এই সময়ে পৃথিবীকে তিন হাজার বার প্রদক্ষিণ করেছেন টিম, যা প্রায় ১শ ২৫ মিলিয়ন কিলোমিটারের সমান।

পৃথিবীতে ফিরে টিম বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে সেরা ভ্রমণ। আমি সত্যিই উচ্ছ্বসিত। পৃথিবীর গন্ধটা খুবই শক্তিশালী। ফিরে এসে ভালো লাগছে।’

২০০৯ সালে আট হাজার আবেদনকারীর মধ্য থেকে মহাকাশে পাঠানোর জন্য মেজর টিমকে বাছাই করেছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সি। একই সংস্থায় আরো পাঁচজনের সঙ্গে প্রশিক্ষণ শেষ করেন তিনি। চলতি বছরের ১৫ জানুয়ারি মহাকাশ স্টেশনে নিজের অন্য সঙ্গীদের নিয়ে হাঁটাহাঁটিও করেন টিম পিক।চ্যানেল আই

Related posts