April 22, 2019

তিন ট্রাকের মুখমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

জাকিরুল ইসলাম,
সিরাজগঞ্জ থেকেঃ
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় তিনটি ট্রাকের সংঘর্ষে  আব্দুর রহিম (৪২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৪ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে ৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যাক্তি বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম জানান,মঙ্গলবার সকাল ১০ টার দিকে উত্তরবঙ্গ থেকে বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় পেছন দিক থেকে আসা আরো একটি ট্রাক খুঁটিবাহী ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে তিনটি ট্রাকই দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই খুঁটিবাহী ট্রাকের চালক রহিম নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।এ দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনায় কবলিত ট্রাকগুলো সরিয়ে নেওয়ার পর পুনঃরায় যান চলাচল স্বাভাবিক হয়।এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি ৭ মে ২০১৬

Related posts