November 15, 2018

তাড়াশ-২এলাকার পল্লীবিদ্যুৎ সমিতির নির্বাচন ॥ পরিচালক পদে সোহেল রানা

রুহুল আমিন,
চলনবিল প্রতিনিধি:

সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির তাড়াশ- ২এলাকার পারচালক পদে নির্বাচনে সোহেল রানা নির্বাচিত হয়েছে। গত শনিবার তাড়াশ উপজেলারবঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজেঅনুষ্ঠিত এ নির্বাচনে সোহেল রানা ১হাজার ৭ভোট পায়। নিকটতম প্রতিদ্বন্ডি আব্দুল কাদের ৮শ ৮৩ ভোট এবং আব্দুল হামিদ পেয়েছেন ৪৭৫ ভোট। ৪টি ইউনিয়নের ভোটার সংখ্যা ছিল ৬হাজার ৭শ ৩১। মাত্র ২ হাজার ৩শ ৮৪ জন ভোটার ভোট দিতে পেরেছেন। ভোটার লিস্টে নাম না থাকা, ছবিসহ কার্ড না থাকা এবং কাড থেকেও ভোটার তালিকায় নাম না থাকার কারণে ভোট দিতে পারেনি উপস্থিত ভোটারের ৫০ভাগের অধিক। খোজ নিয়ে জানাযায়, কুন্দইল গ্রামের ভোটার সংখ্যা ছিল সাড়ে ৩শ।

গ্রামের পরিচালক প্রার্থী থাকা সত্বেও ৬০জন ভোটার ভোট দিতে পারেনি। অন্যান্য গ্রামের চিত্র আরও ভয়াবহ। যার জন্য উপস্থিত হয়েও ভোট দিতে পারেনি অনেক ভোটার। এব্যাপারে পল্লীবিদ্যুৎ তাড়াশ আ লিক অফিসে যোগাযোগ করলে জানান,বিল পরিশোধ না করায় ভোটার লিস্টে নাম উঠেনি।আবার ছবি জমা না দেওয়ায় কার্ড ইসু করা সম্ভব হয়নি।

Related posts