April 24, 2019

তাহলে কি বিপিএল খেলতে বাংলাদেশে আসছেন ভারতীয় ক্রিকেটারা!

ভারতীয় ক্রিকেটারা

এবার  পরিবর্তন এলো  ভারতীয় বোর্ডের বড় চেয়্যারটিতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহর একের পর এক নিচ্ছেন নতুন নতুন পদক্ষেপ। বিভিন্ন ধরনের কট্টর অবস্থান থেকে সরে আসছে ভারত। ভারতের ক্রিকেট নীতির অংশ ছিল সে দেশের কোনো ক্রিকেটার বিদেশে টি-টোয়েন্টি খেলতে পারবে না। ভারতের প্রতিবেশি ও বন্ধু দেশ বাংলাদেশ হলেও এদেশে একবারের জন্য ভারতীয় ক্রিকেটাররা বিপিএল খেলতে আসার অনুমতি পাননি। বাংলাদেশের ক্রিকেটাররা ঠিকই আইপিএলে খেলেছে। তবে এবার হয়তো বাংলাদেশে বিপিএল আসরে খেলতে আসার সুযোগ পেতে পারেন ধোনি-কোহলিরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সিদ্ধান্ত এটা। পাকিস্তানের সুপার লিগে ধোনিদের খেলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশের কবে, কখন বাংলাদেশে তারা আসবেন এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই বিষয়ে বরফ গলেছে দেশটির ক্রিকেট বোর্ডের। পাকিস্তানের টি-টোয়েন্টি আসরে ভারতের ক্রিকেটাররা অংশ নিলে তাদের জন্য সুযোগ সৃষ্টি হবে বিপিএলের।

Related posts