March 23, 2019

তাহলে কি জিৎ-ফারিয়ার দ্বন্দ্ব চলছে?

পানি অনেক ঘোলা হলো। কিন্তু সরাসরি মুখ খুলছেন না কেউই। নুসরাত ফারিয়ার কাছে জিৎ সম্পর্কে জানতে চাইলে প্রসঙ্গ ঘুরিয়ে ফেলেন।

১৩ মার্চ ঢাকায় এসে ‘বাদশা’র শুটিং করলেন এক সপ্তাহেরও বেশি, এ সময় ছবির নায়িকা ফারিয়ার সঙ্গে একবারও দেখা করলেন না জিৎ। ঘটনা তাহলে কী?

নাম প্রকাশে অনিচ্ছুক প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার এক কর্মকর্তা বলেন, জিতের সঙ্গে ফারিয়ার মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। বাংলাদেশে দুজনের বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। অথচ জিৎ সেটা না করেই কলকাতা ফিরে গেছেন।

এদিকে ২৮ মার্চ এই ছবির শুটিংয়ের জন্য কলকাতা যান ফারিয়া। কিন্তু জিতের শিডিউল না পাওয়ায় শুটিং হলো না! এবার নতুন শিডিউল ২৩ এপ্রিল থেকে। মে মাসে দুজনের শুটিং হওয়ার কথা যুক্তরাজ্যেও। জানি না পানি কত দূর গড়ায়!

যৌথ প্রযোজনায় ‘বাদশা’ ফারিয়ার তৃতীয় ছবি হলেও এটি জিতের প্রথম ছবি।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৭ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts