February 24, 2019

তারা মানুষ হত্যা করে ইসলামকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করছেঃ প্রধানমন্ত্রী

ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা এ পবিত্র ধর্মকে ক্ষতিগ্রস্থ করছে।

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে বন্যাদুর্গতদের সাহায্যার্থে অনুদানের চেক গ্রহণকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা ধর্মের নামে মানুষ হত্যা করছে তারা কিভাবে ইসলামের জন্য ভালো হতে পারে। এতে করে ইসলামকে কলঙ্কিত এবং পবিত্র ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, তারা প্রকৃতপক্ষে ইসলামের ক্ষতি করছে।

প্রধানমন্ত্রী বলেন, সমস্যা আসবে এবং আমরা তা সমস্যা সমাধান করবো। আমরা যেভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছি, ইনশাল্লাহ সেভাবেই মানুষের সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করবো।

তিনি আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সকলের সহযোগিতা চাই। যে যেখানেই থাকুন, সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কেউ এর সঙ্গে জড়িত হতে না পারে।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে এ ধরনের সচেতনতা সৃষ্টি করেছি। এমনকি গ্রামের জনগণও এখন এর বিরুদ্ধে সজাগ রয়েছে।

Related posts