April 23, 2019

তারাবী নামাজের সময় মসজিদে যুবলীগ নেতার ককটেল নিক্ষেপ!

ঢাকাঃ  বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদে তারাবীহ নামাজের সময় ককটেল নিক্ষেপের ঘটনায় উপজেলা যুবলীগের সদস্য সাব্বির হাসান জাফরু পাইকারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খান।

বৃহস্পতিবার দুপুরে তিনি মামলাটি দায়ের করেন। মামলায় যুবলীগ নেতা জাফরু পাইকারসহ আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার রাত পৌনে ১০টায় গাবতলী উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদে কয়েকটি শক্তিশালী ককটেল নিক্ষেপ করা হয়। এসময় কয়েকটি ককটেল মসজিদের পার্শ্ববর্তী উপজেলা সমবায় সমিতি লিঃ এর অফিস কক্ষের দক্ষিণ ধারের জানালায় আঘাত করে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা আ. লীগের সভাপতি ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান এএইচ আজম খান বাদী হয়ে উপজেলা যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকারের নাম উল্লে¬খ করে এবং ১৫/২০জন অজ্ঞাত বলে থানায় একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, এই সংক্রান্ত একটি অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গাবতলী উপজেলা যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকার বলেন, গত ৮ জুন বেলা সাড়ে ১১টায় (ঘটনার রাতে) তিনি বগুড়া থেকে মাইক্রোবাসযোগে ঢাকায় রওনা করেন। রাতে ঢাকা নাখালপাড়ায় এমপি হোস্টেলে বগুড়া-৭ আসনের এমপি অ্যাডভোকেট মুহম্মাদ আলতাফ আলীর সঙ্গে সাক্ষাত করেন। ঘটনার রাতে তিনি গাবতলীতে না থাকলেও আ.লীগ নেতা আজম খান রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে তার নামে থানায় ১টি মিথ্যা অভিযোগ করেছেন।

এছাড়াও উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আঃ গফুর বাদী হয়ে গত ৮ জুনে থানায় আরেকটি মামলা দায়ের করেছেন বলে জানান যুবলীগ নেতা জাফরু পাইকার।

Related posts