February 20, 2019

তরুণ প্রজন্মকে সেই ইতিহাস জানাতে হবেঃ জেলা প্রশাসক

রফিকুল ইসলাম রফিক,নারায়ণগঞ্জঃ   ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) গাউসুল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সরোয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, জেলা তথ্য অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ ড. শিরিন বেগম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, একাত্তর চেতনা মে র জেলা সভাপতি এম এ রাসেল, কল্যানী সেবা সংঘের সভাপতি ডা: জব্বার চিশতীপ্রমুখ।

এসময় জেলা প্রশাসক বলেন, মুজিবনগর দিবস হচ্ছে ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের সেতুবন্ধন। তরুণ প্রজন্মকে মুজিবনগর দিবসের ইতিহাস ঐতিহ্য জানাতে হবে।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৭ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts