February 18, 2019

তনু হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল

রমজানুল মোরশেদ, ঝালকাঠি প্রতিনিধিঃ  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জহান তনু হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। আজ রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিবাদী নাগরিক মে র আহ্বায়ক প্রশান্ত দাস হরি, যুগ্ম আহ্বায়ক কাজী শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সাধারন সম্পাদক আক্কাস সিকদার,  উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম সাঈদ খান, সুজনের সাধারণ সম্পাদক ইলিয়াস সিকদার ফরহাদ, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সেন, তেল গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব হুমায়ুন করিব, বরিশাল ছাত্র ইউনিয়নের শামীম জাহান পপি সহ অন্যান্যরা। এসময় বক্তারা অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১০ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts