March 26, 2019

ঢাকা আসছেন চীনা মন্ত্রী চেং ওয়ানকুয়ান

ঢাকাঃ  তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী চেং ওয়ানকুয়ান।

চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আসছে ১৫ সদস্যের উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল। দীর্ঘ আট বছর পর চীনের কোনো প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।

চীনা প্রতিরক্ষামন্ত্রী শনিবার বিকেলে একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এই সফরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ৩০ মে ঢাকা ছেড়ে যাবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।

Related posts