April 25, 2019

ডিম পাড়ল নতুন ডিম!

ডিম পাড়ল নতুন ডিম

ইন্টারন্যাশনাল ডেস্কঃ মুরগি ডিম পাড়ায়, এটা আমরা সবাই জানি। কিন্তু ব্রিটেনের কর্নওয়ালে এক দম্পতি জানিয়েছেন, তাদের মুরগির পাড়া একটি ডিমও নতুন ‘ডিম’ দিয়েছে! ওই দম্পতি হলেন ক্রিস কেইস্ট এবং তার স্ত্রী জেন।

ক্রিস জানান, তিনি তার ঘরে বসে কাজ করছিলেন। এসময় তার স্ত্রী রান্নাঘরে যান কিছু নাস্তা বানাতে। কিছুক্ষণ পর ফিরে এসে স্ত্রী জানান তিনি যে ডিমটি নিয়ে রান্নাঘরে গিয়েছিলেন সেটি আরেকটি ডিম দিয়েছে। ক্রিস মনে করলেন জেন রসিকতা করছেন। কিন্তু জেন বলেন, তিনি মিথ্যা বলছেন না। শেষে স্ত্রীর সঙ্গে রান্নাঘরে যান ক্রিস। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার চোখ ছানাবড়া হয়ে গেল।

ক্রিস বলেন, তিনি দেখেন ফ্রাইং প্যানে একটি ভাঙা ডিমের কুসুম ও সাদা অংশ পড়ে আছে। তার পাশে আরেকটি আস্ত ডিম, যেটি ওই ডিমের ভেতর থেকে বেরিয়েছে। একদম আস্ত ডিমের মতই। তিনি তার মোবাইল ফোনে এই ঘটনার ছবি তোলেন। ডিমের ভেতরে পাওয়া ডিমটাও ভেঙে তারা নাস্তা তৈরীর কাজে ব্যবহার করেন। প্রাণী গবেষকরা বলেছেন, এটা একটা বিরল ঘটনা।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি
Related posts