April 25, 2019

ঠাকুরগাঁওয়ে ‘সোনালিকা ডে’ উদযাপন

received_158434861763470

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি
ট্রাক্টর চালকদের নিয়ে ‘সোনালিকা ডে’ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার এসিআই মটরসের আয়োজনে ও সোনালিকা ট্রাক্টরের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ‘সোনালিকা ডে’ উপলক্ষে আলোচনা সভা হয়।

এসিআই মটরস ও সোনালিকা ট্রাক্টরের ঠাকুরগাঁওয়ের ডিলার হাবীব মো: আহসানুর রহমান পাপ্পুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার মো. মতিয়ার রহমান, এরিয়া ম্যানেজার মো. জহুরুল হক প্রমুখ। এসময় রিজনের সেলস, রিকভারী, সার্ভির এর সমস্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপি সোনালিকা ডেতে সোনালিকা ট্রাক্টরের বিভিন্ন পণের সুযোগ সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত এবং এসিআই মটরস এর পণ্যক্রয়ের জন্য গ্রাহকদের উদ্ধুব্ধ করা হয়। এছাড়াও ১শ জন ট্রাক্টর চালকের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

Related posts