আবুল খায়ের,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার গভীর রাতে ওই ইউনিয়নের আরাজি পাহাড়ভাঙ্গা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ২টার দিকে আরাজি পাহাড় ভাঙ্গা গ্রামে সাহাজাহানের রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। কিছু সময়ের মধ্যে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়াস সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই অগ্নিকান্ডে ওই গ্রামের ১০টি পরিবারের ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ওই ১০টি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরির্দশন করি। এরপর ওই ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ টাকা, চাল ও কম্বল বিতরণ করা হয়েছে।