March 21, 2019

ঠাকুরগাঁওয়ের আখানগরে তাফশীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

IMG_20180314_231946

এম এ খায়ের,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা আখানগর ইউনিয়নের ভেলারহাট মলানীপুকুরপার মাদ্রাসা মাঠে যুবসমাজের উদ্দ্যেগে বুধবার(১৪ মার্চ) বাদ ইশা শেষে তাফশীরুল কোরআনের মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য আলোচক ও ইন্টরনেট দুনিয়ায় সুপরিচিত হাফেজ ক্বারী হজরত মাও: মোহাম্মদ আব্দুল খালেক শরীয়তপুরী।
IMG_20180314_231833

উক্ত মাহফিলে আলহাজ্ব মোঃ রাজিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোঃ ফয়জুল ইসলাম হিরু,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ২নং আখানগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ড. মো: নুরুল ইসলাম, আরিফ হোসেন,রোমান বাদশাহ,জালাল উদ্দীন,ফইম উদ্দীন,আব্দুল খালেক(মিলার) ও আলতাফ হোসেন সহ প্রমুখ।

মাহফিলে মানুষের হেদায়াতের জন্য প্রধান আলোচক কোরআনের আলোকে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।

মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন মলানীপুকুরপার মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা।

Related posts