November 17, 2018

ট্রাকের সাথে র‌্যাবের পিকআপের সংঘর্ষঃ নিহত ২ র‌্যাব সদস্য

560
রফিকুল ইসলাম রফিক,নারায়ণগঞ্জঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় একটি মাল বোঝাই ট্রাকের সাথে র‌্যাব এর একটি টহল পিকআাপের মুখোমুখি সংর্ঘষে র‌্যাবের ২ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের আরো ৬ সদস্য। নিহত র‌্যাব সদস্যে সার্জেন্ট মনসুর ও কনস্টেবল সোহেল। তারা দুইজনই র‌্যাব-১১ এর নারায়নগঞ্জ সদর দপ্তরে কর্মরত ছিলেন। শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

র‌্যাব জানান, ঢাকা-সিলেট মহাসড়কে র‌্যাব এর একটি পিকআপ ভ্যানে ৮ সদস্য টহল দিচ্ছিল। পুরিন্দা বাজার এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন র‌্যাব-১১ এর সার্জেন্ট মনসুর। এসময় র‌্যাবের আরো ৭ সদস্য গুরুতর আহত হন। আহতদের মধ্যে চারজনকে সিএমএইচ হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান টহল গাড়ির ড্রাইভার কনস্টেবল সোহেল।

আহতরা হলেন, এএসআই মিজান, এএসআই মাহফুজ, এএডি আবদুল্লাহ, ল্যান্টসনায়েক জয়নাল, কনস্টেবল রাসেল ও সিপাহী আজাহার। দূর্ঘটনার খবর শুনে র‌্যব-১১ এর ব্যাটেলিয়ান অধিনায়ক (সিও) লে: কর্ণেল আনোয়ার লতিফ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের মধ্যে চারজনকে ঢাকার সিএমএইচে ও দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
দূর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts