March 23, 2019

ট্রাকচাপায় নিহত ৪ নির্মাণ শ্রমিক

996

হবিগঞ্জ থেকেঃ  নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে ট্রাকচাপায় ৪ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের সফিক মিয়া (৪০), একই এলাকার মহরম আলী (৩৮)। নিহত অপর দুই জনসহ আহত আরো একজনের পরিচয় পাওয়া যায়নি। তবে এ দুর্ঘটনার শিকার সবাই হবিগঞ্জ সড়ক পরিবহনের নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় মহাসড়কে কয়েকজন শ্রমিকরা কাজ করছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ২ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক এবং চালককে আটক করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার জানান, পুলিশ নিহতদের উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওই সড়কে কিছু সময় যানচলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts