April 20, 2019

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কুলাসেকারা

স্পোর্টস ডেস্কঃ   টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ৩৩ বছর বয়সী তারকা লঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা। এক বিবৃতিতে কুলাসেকারাকে উদ্ধৃত করে বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

এসএলসির বিবৃতিতে কুলাসেকারা জানায়, ‘এই মুহূর্ত থেকে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। অনেক চিন্তা করে দেখলাম অবসর নেওয়ার এটাই উপযুক্ত সময় এবং আশা করছি, এটা আমাকে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে ভালো প্রস্তুতির সুযোগ করে দেবে। নিজের সেরাটা দিয়েই শ্রীলঙ্কার হয়ে খেলা চালিয়ে যেতে চাই।’

২০০৫ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে কুলাসেকারার। ২১ টেস্টে ৪৮টি উইকেট পাওয়া এই লঙ্কান পেসার সর্বশেষ টেস্টে জাতীয় দলের হয়ে মাঠে নামেন ২০১৪ সালের জুন মাসে ইংল্যান্ডের বিপক্ষে।

Related posts