November 13, 2018

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

aটাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির এসআই মো. শাহআলম জানান, আশেকপুর বাইপাস সড়কে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকেচালকসহ তিনজন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে একজন ট্রাকচালক। অন্য দুইজন বাসের যাত্রী, যাদের একজন নারী।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার কফিল উদ্দিন জানান, রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ উদ্ধার করে। আর হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

বাসচালক ও ট্রাকের হেলপারসহ পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের নাম-পরিচয় জানাতে পারেনি।

Related posts