March 24, 2019

ঝালকাঠিতে তারেক রহমানের জন্মদিন পালিত

ক্যাপশন: ঝালকাঠিতে তারেক রহমানের জন্মদিনে দোয়া মোনাজাত

রমজানুল মোরর্শেদ,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১১টায় স্থানীয় ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে জন্মদিনের কেক কাটেন বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর-উত্তম)।

এসময় জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, শহর বিএনপির সভাপতি অনাদী দাস, জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজুসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া-মোনাজাত।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর-উত্তম)। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয়। একই সাথে তার বিরুদ্ধে ষড়ন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে দেশে আসার সুব্যবস্থা করারা দাবি জানান সরকারের কাছে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts