April 20, 2019

জোভান-নাদিয়ার নতুন ক্যামেস্ট্রি “আই লাফ ইউ”

20046720_857843931029619_6861043377281663301_n
মা মারা যাওয়ার পর হিয়া অস্বাভাবিক হয়ে উঠেছে । সে ঠিকমতো হাসে না ,কারো সঙ্গে কথা বলে না। এই নিয়ে তার বাবা মিজান সাহেব উদ্বিগ্ন । তিনি সদ্য-পরিচিত এক যুবক অয়নকে দায়িত্ব দেন হিয়াকে হাসানোর ।অয়ন নানা কায়দায় হিয়াকে স্বাভাবিক করে তোলে।

এরই মাঝে অয়ন ও হিয়ার প্রেম হয়ে যায় ।মিজান সাহেব নিজেই যখন অয়নকে মেয়ে জামাই হিসাবে পছন্দ করে ফেলেন ঠিক তখনই একটি দুর্ঘটনায় সবকিছু এলোমেলো হয়ে যায় ।

এমনই একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আই লাফ ইউ’। সুস্ময় সুমনের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, শালহা খানম নাদিয়া এবং কাজী উজ্জল।19260558_858959670918045_1844600697864571506_n

নাটকটি সম্পর্কে জোভান ‘গ্লোবালনিউজ২৪’ বলেন, ‘খুব সিম্পল ভাবে বলে যাওয়া একটা লাভস্টোরি। তবে চমক আছে অনেক। আশা করি সবার ভাল লাগবে।’

অন্যদিকে নাদিয়া ‘গ্লোবালনিউজ২৪’  জানান, ‘সুস্ময় ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। অসম্ভব ফ্রেশ একটা গল্পে কাজ করলাম আমরা। আশা করি ভাল একটা কিছু হতে যাচ্ছে।’

নয়েস এন্টারটেনমেন্টের প্রযোজনায় নির্মিত নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে জানান নাটকের প্রযোজক সুখমন সুলতান।

Related posts