February 23, 2019

জুহির জন্য শাহরুখের প্রশংসা!

551

বলিউডে কাজলের পাশাপাশি জুহি চাওলার সঙ্গে শাহরুখ খানের রসায়ন দারুণ জমে। নব্বই দশকে এ জুটির বেশ কয়েকটি ছবি ব্যবসা সফল হয়েছে, দর্শক-সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় ‘ডর’ (১৯৯৩), ‘রাজু বান গ্যায়া জেন্টেলম্যান’ (১৯৯২), ‘ইয়েস বস’ (১৯৯৭), ‘ডুপ্লিকেট’ (১৯৯৮) প্রভৃতি। আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের যৌথ মালিকও তারা।

গত ২৯ নভেম্বর শাহরুখ-জুহি জুটির ‘রাম জানে’ মুক্তির ২০ বছর পূর্তি হয়েছে। পুরনো দিনের স্মৃতি হাতড়ে নস্টালজিয়ায় ভোগেন তারা। শাহরুখের সঙ্গে নিজের অভিনীত ছবিটির একটি মুহূর্ত টুইটারে পোস্ট করে জুহি লিখেছেন, ‘কী দারুণ একটা ছবি আমার! বুঝতে পারিনি আমাকে এতো সুন্দর লাগতো!’

জুহির টুইটের উত্তরে ৫০ বছর বয়সী শাহরুখ লেখেন, ‘তোমাকে দেখতে সবসময়ই ভালো লাগে। ‘রাম জানে’র এতোগুলো বছর চলে গেলো! ছবিটির পুরো টিমকে ধন্যবাদ।’

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts