September 24, 2018

জি এম কাদের ও রুহুল আমিনকে এরশাদের অভিন্দন

440
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ   জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ কর্তৃক সাবেক মন্ত্রী জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের কে কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদারকে জাতীয় পাটির মহাসচিব করায় হোসাইন মোহাম্মদ এরশাদ কে অভিন্দন জানিয়েছেন ঝিনাইদহ জাতীয় পাটি।

বুধবার সকাল ১০ টায় ঝিনাইদহ জেলা জাতীয় পাটির উদ্যোগে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাশেদ মাজমাদারের নিজ বাস ভবনে ঝিনাইদহ জেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হয়। এই মতবিনিময় সভা থেকে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ কর্তৃক সাবেক মন্ত্রী জি এম কাদের কে কো-চেয়ারম্যান ও এ বি এম রুহুল আমিন হাওলাদার কে জাতীয় পার্টির মহাসচিব হিসাবে দায়িত্ব দেওয়ার জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ কে অভিন্দন জানিয়েছেন ঝিনাইদহ জেলা জাতীয় পাটি।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জাতীয় পাটির সহ- সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন,সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, জেলা জাতীয় যুব সংহতির নেতা মোঃ ফিরোজ কবির,মোঃ তহিদুজ্জামান বাচ্চু যুব নেতা মাসুম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ শহীদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান অটো, পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ রাকিব হাসান, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুলতান আহামেদ সোহাগ, জেলা জাপা নেতা মোঃ লিটু বিশ্বাস, ডাঃ মিলন হোসেন, জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি রাজু আহামেদ পল্টন, সাধারণ সম্পাদক মোঃ কবির উদ্দিন, জেলা সহ সভাপতি অরবিন্দ বিশ্বাস, জেলা জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক মীর মোঃ জিল্লুর রহমান, জাতীয় শ্রমিক পার্টির জেলা সাধারণ সম্পাদক মোঃ আলম শেখ, জেলা নেতা মোঃ লিটন হোসেন , জাতীয় মহিলা পার্টির জেলা সাধারণ সম্পাদিকা দিলরুবা জেসমিন যুথি, মোঃ এনাম হোসেন, জেলা জাতীয় ওলামা পার্টির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ কে সি কলেজের সদস্য সচিব মোঃ আলামিন হোসেন,ছাত্র নেতা আসাদ, লালু, মোমিম,মাছুম প্রমুখ গন।

মতবিনিময় সভায় জাতীয় পাটির মাহাসচিব মোবাইলের মাধ্যমে ঝিনাইদহ জেলার জাতীয় পাটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সংগঠন কে শক্তিশালী করে পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করার আহবান জানান।
মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক রাশেদ মাজমাদার বলেন পাটির চেয়ারম্যান মহোদয় সময় উপযোগী সিদ্ধান্ত নিয়াছেন এই সিদ্ধান্তের ফলে আগামীতে ঝিনাইদহ জেলার সাংগঠনিক অবস্থা আরও শক্তিশালী হবে বলে আসা প্রকাশ করেন।জাতীয় পাটির নেতা কর্মীরা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। জাতীয় পার্টি মানে এরশাদ আর এরশাদ মানে জাতীয় পাটি।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts