April 19, 2019

জিয়ানগর অগ্নিকান্ড; পুড়ে গেছে ৯টি দোকান

528
হাকিকূল খোকন,বিশেষ সংবাদদাতা:   পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী বাজারে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৯টি দোকান। এর মধ্যে ৩টি দোকান সম্পূর্ণ ও ৬ টি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

পত্তাশী বাজার সমিতি ও স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল শুক্রবার স্থানীয় হাট থাকায় পত্তাশী বাজারে সমিরনের মিষ্টির দোকানে সারারাত কাজ চলে। কাজ শেষে চুলার উপর শুকনা কাঠ দিয়ে বাড়ি গেলে ভোররাত আনুমানিক সাড়ে ৪ টার দিকে ওই কাঠে আগুন লেগে প্রথমে তার নিজের দোকানে আগুন লাগে।

পরে আগুন ছড়িয়ে পড়লে বাজারের ঔষধ, মুদী, কম্পিউটার, লাইব্রেরী ও চায়ের দোকানসহ ৯টি দোকানে তা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

পত্তাশী বাজার সমিতির সভাপতি শুভ তালুকদার জানান, অগ্নিকান্ডে ৯/১০ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts