February 22, 2019

জিমে কুদ্দুছ বয়াতীর ব্যায়াম

ঢাকাঃ  লোকগানের শিল্পী কুদ্দুছ বয়াতী সম্প্রতি হিপ হপ রূপে হাজির হয়ে চমকে দিয়েছেন সবাইকে। সোমেশ্বর অলির লেখা প্রীতমের সুর-সঙ্গীতায়োজনে ‘আসো মামা হে’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় কুদ্দুছ বয়াতী।

এবার ব্যায়ামের জন্য আলোচনায় এসেছেন এই শিল্পী। সম্প্রতি কুদ্দুছ বয়াতী জিম করছেন এমনই একটি ভিডিও প্রকাশ হয়েছে। এ নিয়ে আলোচনা ছড়িয়েছে ফেসবুকে। কেউ কেউ মনে করছেন শরীর সুস্থ রাখতেই জিম করছেন কুদ্দুছ বয়াতী।

আবার কারো মতে, নতুন রূপে এই সময়ের জন্য নিজেকে তৈরি করছেন তিনি। পাঠক দেখে নিতে পারেন কুদ্দুছ বয়াতীর জিম করার ভিডিও।দ্য রিপোর্ট

Related posts