February 23, 2019

জিওসি’কে সেনা রিজিয়নের বিদায় সংবর্ধনা

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম অ লের জেনারেল কমান্ডিং অফিসার(জিওসি) মেজর জেনারেল শফিকুর রহমানকে সামরিক মর্যাদায় বিদায় সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অফিসার ম্যাস থেকে জিওসিকে বহনকারী জীপটি ফুলেল দড়িতে টেনে হেলিপ্যাডে নিয়ে যান সামরিক অফিসার ও সৈনিকেরা।

এসময় জিওসি’র সাথে ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রি: জেনারেল স ম মাহববুল আলম,
জিওসি’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গুইমারা সেনা ব্রিগেডের কমান্ডার ব্রি: জেনারেল মো: কামরুজ্জামানসহ সেনাবাহিনীর বিভিন্ন জোনের অধিনায়ক ও বিজিবি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি

Related posts