February 23, 2019

জামায়াত থেকে বিএনপি বিচ্ছিন্ন হলে লোক দেখানো হবেঃ ওবায়দুল কাদের

ঢাকাঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যদি জামায়াত থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দেয় বা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিচ্ছিন্ন হয়, সেটা আমার কাছে মনে হয় লোক দেখানো সাময়িক কৌশল।’

আজ বৃহস্পতিবার ফেনীর মহিপালে ছয় লেন বিশিষ্ট ওভারপাসের নির্মাণকাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি ও জামায়াত আসলে একই মেরুর বাসিন্দা। তাদের অবস্থান একসূত্রে গাঁথা। এ ছাড়া আর কিছু না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘২০১৯ সালে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর তিন মাস আগে নির্বাচনের প্রস্তুতি শুরু হবে।’

সড়ক বিভাগের জায়গা অবৈধ দখলমুক্ত করতে তিনদিন মাইক দিয়ে প্রচার ও ১ আগস্ট থেকে উচ্ছেদের নির্দেশ দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রেজাউল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং নির্মাণকাজের সঙ্গে যুক্ত সেনাবাহিনীর কর্মকর্তারা।এনটিভি

Related posts