November 18, 2018

জাপার কো-চেয়ারম্যান হিসাবে জি এম কাদেরের নাম ঘোষণা!

12

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যন হিসেবে সাবেক মন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদেরে নাম ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার সন্ধ্যায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এসময় এরশাদ অমৃত্যু চেয়ারম্যান পদে নিজের অবস্থানকে স্পষ্ট করেন।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমি জাতীয় পার্টির চেয়ারম্যান আছি। অমৃত্যু চেয়ারম্যান হিসেবেই থাকব। দলকে শক্তিশালী করতে ও বাঁচিয়ে রাখতে আজ থেকেই দলের কো-চেয়ারম্যান হিসেবে আমার ছোট ভাই জি এম কাদের দায়িত্ব পালন করবেন। এছাড়াও তার অবর্তমানে জিএম কাদেরই দলের চেয়ারম্যান হবেন।’

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘আমাকে সম্মান করে বিশেষ দূতের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু বিরোধীদল হিসেবে জাতীয় পার্টি এখন সত্যিকারের কাজ করতে চায়। এজন্যই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমিসহ দলের তিন মন্ত্রীর পদত্যাগ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেব।’

সভায় এইচ এম এরশাদের ছোট ভাই জি এম কাদের, মহানগর জাপার আহ্বায়ক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক সাংসদ ও জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফসহ জেলা ও মহানগরের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts