March 26, 2019

জাতীয় প্রাথমিক সপ্তাহে ময়মনসিংহে র‍্যালি

21
গোলাম রাসেল,ময়মনসিং প্রতিনিধিঃ ‘মানসম্মত শিক্ষা,জাতির প্রতিজ্ঞা ‘এই স্লোগানে ময়মনসিংহে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় প্রাথমিক সপ্তাহ -২০১৬ পালিত।

বৃহস্পতিবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস,ময়মনসিংহের উদ্যোগে স্থানীয় টাউন হল প্রাঙ্গণে র‍্যালি উদ্ভোধন করেন অষ্টম বিভাগ ময়মনসিংহের বিভাগীয় কমিশনার কৃষিবিদ জি.এম সালেহ উদ্দিন।পরে র‍্যালিটি জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ (পিটিআই)গিয়ে শেষ হয়।

জাতীয় প্রাথমিক সপ্তাহ র‍্যালি শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন,বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা)শারমিন আক্তার,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল ইসলাম।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts